গল্প-কবিতাপ্রধান সংবাদ

নূরুন নাহারের কবিতা ”শেষ ভাবনা”

আশা আর মায়াতে
জীবন কেটে গেল, কোনো প্রভাতে-
কোন অজানায় চেয়ে দেখি
অবসান হয়েছে মোর বেলা,
শেষ হয়ে গেছে মোর সকল খেলা।
সকল বাঁকায় বাইলাম তরী-
তবু বাঁকারে না চিনি-
বলো এখন উপায় কি করি।
জীবন শেষে বসে আছি
এ ভব নদীর কিনারায়-
শুধু পারের আশায়।
এখন পার হবি তুই
চড়ে কোন ভেলায়।।

 

Related Articles

Back to top button