গল্প-কবিতাপ্রধান সংবাদ

মো: মেহেবুব হকে কবিতা ‘এই সেই কৃষ্ণচূড়া’

এই সেই কৃষ্ণচূড়া
যার নিচে দুজন কাটিয়েছি সোনালি অতীত;
তুমি বারবার আমাকে বলতে, দ্যাখো একদিন
পড়বে মনে রোমাঞ্চকর এই দিনগুলো।
দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর-
এমনিভাবে পেরিয়ে গেল ষোলোটি বছর;
ঘটনার ঘনঘটায় ক্লান্ত ছিল জীবনের অনেকটা প্রহর।
এই সেই কৃষ্ণচূড়া-
যার নিচে বসে তুমি আমাকে কথা দিয়ে বলেছিলে,
আমি সারাটা জীবন তোমার প্রতীক্ষায় থাকব।
তবে, কেন জ্বলল বিচ্ছেদের অনল,
পুড়ল দুটি মন, কাঁদল ভুবন।
তাহলে কি তোমার কথায় মেকি শপথের গল্প ছিল?
নাকি আবেগের ভারে নুয়ে ছিল তোমার মন-
মিথ্যের পসরা সাজিয়ে তুমি কি ফেরি করেছিলে আমার কাছে?
পাই না খুঁজে উত্তর, হায়রে মন,
তবে কি আমি কাঁদব সারাটি জীবন!
এই সেই কৃষ্ণচূড়া-
যার নিচে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত রেখে-
তুমি বলেছিলে, আমি কোনোদিন বুঝব না ভুল তোমাকে।
তাহলে কেন এত অবিশ্বাস দ্বন্দ্বের দোলাচলে বন্দি
আমাদের প্রণয়, তবে কি আমাদের সম্পর্ক
ছিল খানিকটা বালির বাঁধের মতো!
এই সেই কৃষ্ণচূড়া-
যেখানে আমি হাসাতাম তোমাকে
কথার ফাঁকে ফাঁকে; কী হাস্যোজ্জ্বল
মায়াবী ছিল তোমার মুখখানি!
জানি আজ তুমি অনেক দূরে আছ লুকিয়ে,
হয়তোবা আমার জন্য আনমনে শুধুই কাঁদছ।
আজও আমি স্বপ্ন দেখি তোমাকে নিয়ে-
ভোরের রাঙা প্রভাত হয়ে তুমি ফিরে এসো
আমার জীবনে, অবগাহন করো আনমনে
আমার ভাবনার গভীরে শয়নে, স্বপ্নে, নিশি জাগরণে।
আজও রাখতে চাই আমি তোমার হাতে হাত-
সমস্ত অবিশ্বাস ভুল-বোঝাবুঝি অসার প্রমাণ করে,
হঠাৎ এসে দাঁড়াতে চাই তোমার সামনে।
বলতে চাই আমি করিনি কোনো ভুল,
ভালোবাসার দাবি আমি ছাড়ব না একচুল


কবি: মেহেবুব হক

Related Articles

Back to top button