গল্প-কবিতাপ্রধান সংবাদ
নূরুন নাহারের কবিতা ”জীবন”
এ জীবনে যে কয়টি দিন পাব
হাসি খেলে কাটিয়ে দেব মোরা-
সংসারের নানা বিপর্যয় এসে
করছে মোদের দিশাহারা।
কত না মধুর স্বপ্ন
সবার দুচোখ ভরে-
মানুষের নানা ধোঁকাবাজিতে
সব গেল দূরে সরে।
ছেলে, মেয়ে, ভাই, বোন
কেউ যাবে না সাথে-
একাই যেতে হবে বেলা শেষে-
খোদার দেখানো পথে।
আমার আমার বলি সবাই
কোনো কিছুই আমার নয়-
ভেবে দেখরে মন জীবন শেষে
সবকিছুই রেখে যেতে হয়।