নীলিমা ইব্রাহিমের জন্মদিন আজ
স্টাফ রিপোর্টার:
ড. নীলিমা ইব্রাহিমের জন্মদিন আজ। শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী নীলিমা ইব্রাহিম ১৯২১ সালের ১১ অক্টোবর খুলনার বাগেরহাটে জমিদার প্রফুল্ল রায় চৌধুরী ও কুসুম কুমারী দেবীর কোলে জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৩৭ সালে খুলনা করনেশন গার্লস স্কুল থেকে ১৯৩৯ সালে কলকাতায় ভিক্টোরিয়া ইনস্টিটিউশন থেকে যথাক্রমে স্কুল লেভেল ও ইন্টার লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে স্কটিশ চার্চ কলেজ থেকে কলা ও শিক্ষার উপরে স্নাতক ডিগ্রি অর্জন করেন, পরবর্তীতে ১৯৪৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যের এমএ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলা সাহিত্যে ডক্টরেটও অর্জন করেন।
তিনি ছিলেন একজন পেশাগত কর্মী। তিনি যথাক্রমে খুলনা করনেশন গার্লস স্কুল, লোরেটো হাউস, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন এবং অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, যেখানে তিনি ১৯৫৬ সালে অধ্যাপক নিযুক্ত হন এবং ১৯৭২ সালে বাংলা অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বাংলা একাডেমির চেয়ারপারসন হিসেবে এবং বিশ্ব নারী ফেডারেশনের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন।
ড. নীলিমা ইব্রাহিমের উপন্যাস
• বিশ শতকের মেয়ে ১৯৫৮
• এক পথ দুই বাক ১৯৫৮
• কেয়াবন সঞ্চারিনী ১৯৫৮
• বহ্নিবলয় ১৯৮৫
ড. নীলিমা ইব্রাহিমের নাটক
• দুইয়ে দুইয়ে চার ১৯৬৪
• যে অরণ্যে আলো নেই ১৯৭৪
• রোদজ্বলা বিকেল ১৯৭৪
• সূর্যাস্তের পর
• নব মেঘদূত
• রমনা পার্কে
ড. নীলিমা ইব্রাহিমের প্রবন্ধ
• আমি বীরাঙ্গনা বলছি • শরৎ প্রতিভা
উল্লেখ্য, নীলিমা ইব্রাহিম একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন পুরস্কার, লেখিকা সংঘ পুরস্কারসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০০২ সালের ১৮ জুন তিনি মারা যান।
চিত্রদেশ//এফটি//