আন্তর্জাতিকপ্রধান সংবাদ

নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক:

নতুন বছরের শুভেচ্ছাবার্তায় করোনা মহামারীতে নাজেহাল বিশ্বে আগামী ২০২১ সালটি নিরাময় এবং আশার আলো বয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুভেচ্ছা জানানোর পাশাপাশি শতাব্দির ভয়াবহতম মহামারীতে যারা প্রাণ হারিয়েছেন এবং সীমাহীন ভোগান্তির মুখে পড়েছেন, তাদের জন্য নিজের সহনুভূতি, সহমর্মীতা এবং নিজের ব্যক্তিগত কষ্টের কথাও গোপন করেননি জাতিসঙ্ঘ মহাসচিব।

২০২০ সালকে পরীক্ষা, শোক এবং কান্নার বছর হিসেবে উল্লেখ করে আন্তোনিও গুতেরেস বলেন, ‘এমন একটি বছর আমরা পার করলাম, যখন বিশ্বের সর্বত্র করোনাভাইরাসের বিধ্বংসী ভূমিকা দেখা গেছে। এই মহামারির কারণে বিশ্বজুড়ে এক নতুন উচ্চতায় উঠেছে দারিদ্র, অসাম্য ও ক্ষুধা।’

‘কিন্তু আমাদের ঠিক সম্মুখেই অপেক্ষা করছে নতুন বছর। মহামারীকে পেছনে ফেলে নিরাময় এবং একটি সুস্থ স্বাভাবিক পৃথিবীর দিকে এগিয়ে যাওয়ার আশায় বুক বেঁধে আছি আমরা সবাই। কিন্তু চলতি বছরের এই মহামারির সময়ও কিন্তু আমাদের অর্জন একেবারে কম নয়। প্রতিবেশী এবং বিপদগ্রস্ত মানুষদের প্রতি সহযোগিতার মনোভাব কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে এ বছরে। ডাক্তার, নার্সসহ মহামারী মোকাবিলায় সম্মুখসারির সব কর্মী তাদের সাধ্যের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন। স্বল্পতম সময়ের মধ্যে টিকা তৈরি করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। জলবায়ু বিপর্যয় রোধে করণীয় নির্ধারণেও নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে দেশগুলো।’

চিত্রদেশ//এলএইচ//

Related Articles

Back to top button