ধানমন্ডিতে চলছে রাঙতা মেলা
স্টাফ রিপোর্টার:
‘মেয়ে নেটওয়ার্ক’ আয়োজিত দুই দিনব্যাপী রাঙতা মেলা চলছে ধানমন্ডি সাতাশ নাম্বারের মাইডাস সেন্টারে। ৪১টি দেশীয় পণ্যের উদ্যোগ অংশ নিয়েছে এই মেলায়। আয়োজক দলের স্মিতা জানান, রাঙতা মেলায় কার্ডে মূল্য পরিশোধের ব্যবস্থা থাকছে। এছাড়া শিশুদের জন্য রয়েছে ডে কেয়ার সেন্টার। শিশুদের বুকের দুধ পান করানোর সুবিধার্থে মায়েদের জন্য রয়েছে ব্রেস্ট ফিডিং সেন্টার। এটি রাঙতার অষ্টম আসর।
মেলায় রয়েছে রঙতুলিতে আঁকা পোশাক, হাতে তৈরি গয়না, পাটের তৈরি পণ্য, বই, ঘর সাজানোর পণ্য, খাবারসহ আরও অনেক কিছু। মেলায় অংশ নেওয়া অনলাইন ও অফলাইন প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে পটের বিবি, বিজেন্স, সারানা, সুগার ক্যাসেল, ব্যাড হ্যাবিট, খুঁত, রাঙা, ফুল্লোরা, বোকা বাক্স, প্রিয়তমেষু, বক্স অব অর্নামেন্টস, কারখানা। মেলা চলছে আগামীকাল শনিবার (৪ জানুয়ারি) রাত নয়টা পর্যন্ত।
উল্লেখ্য, ‘মেয়ে নেটওয়ার্ক’ বাংলা ভাষাভাষী নারীদের নিয়ে গড়ে ওঠা একটি অলাভজনক সংগঠন। সমমনা মেয়েদের একসঙ্গে পথচলা ও ভাবনার বিকাশের একটি মাধ্যম এই নেটওয়ার্ক। ‘রাঙতা মেলা’ মেয়ে নেটওয়ার্কের বিভিন্ন উদ্যোগের মধ্যে অন্যতম।
চিত্রদেশ//এস//