
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৮ মার্চ আধা বেলা হরতাল
স্টাফ রিপোর্টার:
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ আধা বেলা (সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
শুক্রবার (১১ মার্চ) সকালে পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে এই হরতাল কর্মসূচি পালিত হবে। হরতাল কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন নেতারা।
সংবাদ সম্মেলন নেতারা বলেন, হরতাল সফল করার জন্য দেশব্যাপী সভা-সমাবেশ, বিক্ষোভ, মিছিল, পদযাত্রা করা হবে।
এছাড়া সব বাম প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দল এবং নেতৃবৃন্দকে একই দিন হরতাল ঘোষণার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক সাইফুল হক, সাবেক সমন্বয়ক বজলুর রশিদ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।
চিত্রদেশ//এফটি//