
দ্বিতীয় অভিশংসন বিচারেও রেহাই পেলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক:
সহিংসতায় উস্কানি দেওয়ার দায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করতে ব্যর্থ হয়েছে সিনেট। ফলে দ্বিতীয় অভিশংসন বিচারেও রেহাই পেলেন তিনি।
এর আগে ২০১৯ সালে আরেকবার প্রতিনিধি পরিষদে তিনি অভিশংসিত হয়েছিলেন। সেবারও সিনেটের ভোটাভুটিতে খালাস পান।
শনিবার মার্কিন সিনেটে ট্রাম্পকে অভিশংসনের উদ্দেশ্যে তোলা প্রস্তাবে পক্ষে ভোট দিয়েছেন ৫৭ জন। বিপক্ষে ভোট পড়েছে ৪৩টি। নিয়ম অনুযায়ী, কোনো প্রেসিডেন্টকে অভিশংসনের জন্যে প্রয়োজন হয় ৬৭ ভোট।
অভিশংসন বিচারে দোষী সাব্যস্ত হলে ট্রাম্প আবার প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে আর নামতে পারতেন না। এখন তাকে মনোনয়ন দেওয়া হলে তিনি ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারবেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ক্যাপিটলে হামলায় উসকানি দেওয়ার অভিযোগে গত ১৩ জানুয়ারি ট্রাম্পকে অভিশংসিত করে।
চিত্রদেশ//এইচ//