আন্তর্জাতিকপ্রধান সংবাদ

ইতালিতে করোনায় আরও ৭১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ৮ হাজার ২১৫।

বৃহস্পতিবার দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ওয়ার্ল্ডওমিটার এর তথ্যমতে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৬ হাজার ১৫৩। এতে আক্রান্ত রোগীর সংখ্যা ৮০ হাজার ৫৮৯। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ৬১২।

চিকিৎসা শেষে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৩৬১। চিকিৎসাধীন ৬২হাজার রয়েছে ১৩ জন।

এদিকে স্পেনের পরিস্থিতি ক্ষণে ক্ষণে খারাপ হচ্ছে। দেশটিতে একদিনে করোনায় কেড়ে নেয় ৬৫৫ জনের প্রাণ। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪ হাজারেরও বেশি। আক্রান্ত রোগীর সংখ্যা মোটা ৫৬ হাজার ১৯৭। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭হাজার ১৫ জন।

এছাড়া ইরানে ২ হাজার ২৩৪, ফ্রান্সে ১ হাজার ৩৩১, যুক্তরাষ্ট্রে ১ হাজার ৮২, যুক্তরাজ্যে ৪৭৭সহ বিশ্বের বিভিন্ন দেশে এ রোগে আক্রান্ত রোগীদের প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে।

 

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button