প্রধান সংবাদসারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি:

কুয়াশার কারণে দীর্ঘ ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

ঘাটে অপেক্ষমাণ ট্রাকচালক আক্কাস শেখ বলেন, মাগুরা থেকে সবজি বোঝাই করে রাত ১১টায় ছেড়ে এসে সাড়ে ১২টায় দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পৌঁছাই। সেই সময় সিরিয়ালে আটকে পড়ি। ফেরি চলাচল বন্ধ থাকায় সকাল ৮টা পর্যন্ত পারাপারের সুযোগ পাইনি। আশা করছি ঘণ্টাখানেকের মধ্যে ফেরিতে উঠতে পারব।

দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের টার্মিনাল সহকারী আবু বক্কর সিদ্দিক বলেন, রাতে ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ হওয়ার পর সকাল ৯টায় ফেরি চলাচল শুরু করে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি বলেন, পদ্মা নদীতে মধ্যরাত থেকে কুয়াশা পড়তে শুরু করে। রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে বলে নিশ্চিত করেন তিনি।

চিত্রদেশ//এফ//এল//

Related Articles

Back to top button