প্রধান সংবাদ

দেশে একদিনে ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯

স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২১ জনে। মোট মৃত্যু ৩৪ জন।

রোববার দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

নতুন আক্রান্তদের ৬২ জন ঢাকার জানিয়ে তিনি বলেন, যে চারজন মারা গেছেন তাদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী। তাদের মধ্যে দুজনই ঢাকার বাসিন্দা। মৃতদের মধ্যে ৩০ থেকে ৪০ বছর বয়সী রয়েছেন দুজন। বাকি দুজনের মধ্যে একজনের বয়স ৭ বছরের মধ্যে। আরেকজনের বয়স ৭০-৮০ বছরের মধ্যে।

এদিকে নতুন করে সুস্থ হয়েছেন তিনজন। এনিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫১ জনের নমুনা সংগ্রহ করা হলেও নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ৩৪০টি। গতকালের কিছু নমুনা পরে পরীক্ষা করা হয়েছে।

এদিকে বাংলাদেশে নতুন করে আরও চারটি জেলায় করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে বলেও জানানো হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button