
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক:
আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগেও ছড়িয়ে-ছিটিয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবারের পূর্বাভাস (২০ সেপ্টেম্বর):
সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু’একটি স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
রবিবারের পূর্বাভাস (২১ সেপ্টেম্বর):
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবারের পূর্বাভাস (২২ সেপ্টেম্বর):
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
মঙ্গলবারের পূর্বাভাস (২৩ সেপ্টেম্বর):
খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও বরিশালের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা তখন প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সেপ্টেম্বরের শেষ ভাগ পর্যন্ত মৌসুমি বায়ুর সক্রিয়তা অব্যাহত থাকতে পারে। এর ফলে সারা দেশে মাঝে মাঝেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি দেখা দিতে পারে। ভারী বৃষ্টির কারণে কিছু এলাকায় জলাবদ্ধতা ও নদী অঞ্চলে পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।