প্রধান সংবাদ

চাকরিচ্যুত হচ্ছেন মাদকাসক্ত ২৬ পুলিশ সদস্য

স্টাফ রিপোর্টার:
মাদক সেবন করায় ২৬ পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে ট্রাফিক পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনারের কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ‌্য জানিয়েছেন ডিএমপির কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘আমরা সন্দেহভাজন পুলিশ সদস‌্যের ডোপ টেস্ট করিয়েছি। তাদের মধ্যে ২৬ জনকে পজিটিভ পেয়েছি। এই ২৬ জনকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে।’

ডিএমপির কমিশনার বলেন, ‘আমাদের বিশ্বাস, এভাবে ব্যবস্থা নিতে পারলে বাকিদের কাছে সুস্পষ্ট মেসেজ যাবে যে, আমরা কাউকে ছাড় দেবো না। পুলিশ সদস্যদের মধ‌্যে যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত বা মাদক ব্যবসায়ীকে সহযোগিতা করছে, সরাসরি তাদের বিরুদ্ধে মামলা নিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এ বিষয়ে কোনো রকম শিথিলতা দেখানো হচ্ছে না।’

একজন সাধারণ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হয়, ঠিক সেভাবে মাদকের সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম ও অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তারসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button