প্রধান সংবাদ

দিনভর ভারি বৃষ্টি

স্টাফ রিপোর্টার:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ সারাদিন মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আগামী ৭২ ঘণ্টা বৃষ্টিপাতের প্রবনতাও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজাশাহী, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগের,অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, আজ ভোররাত থেকেই রাজধানীসহ আশপাশের এলাকাগুলোতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও হালকা, কখনও মুষলধারে। বৃষ্টিতে এরই মধ্যে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমতে দেখা গেছে।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button