আন্তর্জাতিকপ্রধান সংবাদ

তুরস্কে জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক:
বিধ্বংসী ভূমিকম্পের পরে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। খবর বিবিসি’র।

এরদোগান জানিয়েছেন, এ পর্যন্ত ভূমিকম্পজনিত কারণে ৩ হাজার ৫৪৯ জনের মৃত্যু হয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, ১০টি শহরকে দুর্যোগ কবলিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বিশ্বের ৭০টি দেশ তাদের সহায়তার প্রস্তাব দিয়েছে।

 

এদিকে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে ২ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র এমার্জেন্সি অফিসার আদেলহেইদ মার্সশাঙ্গ বলেছেন, ‘ম্যাপ পর্যালোচনা করে দেখা গেছে দেখা গেছে এই ভূমিকম্পে ২ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছে। যাদের মধ্যে ৫০ লাখের অবস্থা খুবই খারাপ।’

Related Articles

Back to top button