প্রধান সংবাদরাজনীতি

ঢাকা মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার:
ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে কমিটি বিলুপ্তর এই তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে জানানো হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের পূর্ণাঙ্গ কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো।

বিবৃতিতে আরো জানানো হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দিক-নির্দেশনা মতে ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তোলার অভিপ্রায়ে আগামী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটের নেতা-কর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে বিলুপ্ত ইউনিটগুলোতে নতুন কমিটি গঠন করা হবে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বুধবার কার্যনির্বাহী এক সাংগঠনিক সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিবৃতিতে জানানো হয়।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button