খােজঁ-খবরপ্রধান সংবাদ

ঢাকায় পৌঁছেছে আলিবাবার তিন লাখ মাস্ক

স্টাফ রিপোর্টার:
চীনভিত্তিক ই-কমার্স জায়ান্ট আলিবাবার দেওয়া তিন লাখ মাস্ক ঢাকায় এসে পৌঁছেছে। রোববার দুপুরে এক বিশেষ কার্গো বিমানে চীন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মাস্কগুলো ঢাকায় এসে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকাস্থ চীনা দূতাবাসের উপ প্রধান এবং মিনিস্টার কাউন্সিলর হুয়ালং ইয়ান।

আলিবাবা ফাউন্ডেশন এবং আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা মোকাবিলায় এই মাস্কগুলো বাংলাদেশকে দেওয়া হলো।

আলীবাবার পাঠানো এসব মাস্কের মধ্যে দুই লাখ ৭০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং বাকি ৩০ হাজার এন ৯৫ মাস্ক। এই মাস্কগুলো করোনা রোগীর চিকিৎসায় নিয়োজিত প্রথম সারির চিকিৎসকদের নিরাপত্তার জন্য বিশেষভাবে তৈরি বলে জানান হুয়ালং ইয়ান।

এর আগেও শুক্রবার করোনা শনাক্তকরণে ৩০ হাজার কিট বাংলাদেশ সরকারকে দেওয়া হয় আলিবাবার পক্ষ থেকে।

চিত্রদেশ//এস//

 

Related Articles

Back to top button