প্রধান সংবাদ

ঢাকার সঙ্গে সারাদেশের লঞ্চ চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় কঠোর লকডাউন দেয়া ৭টি জেলা ছাড়াও ঢাকার সঙ্গে সারাদেশের যাত্রীবাহী লঞ্চ চলাচল মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার সকালে রাজধানীর সদরঘাট টার্মিনাল থেকে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, চাঁদপুরসহ কোনো গন্তব্যে লঞ্চ ছেড়ে যায়নি।

সদরঘাট টার্মিনাল ঘুরে দেখা গেছে, টার্মিনালে লঞ্চ নোঙর করে আছে। টিকিট কাউন্টারগুলো বন্ধ, প্রবেশ গেটও তালাবদ্ধ। এছাড়া ঘাট শ্রমিকদের টার্মিনাল এলাকায় দেখা যায়নি।

এদিকে হাতে গোনা কিছু যাত্রীকে টার্মিনালে এসে লঞ্চ না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। ঘাটে এসে ফিরে যাওয়া যাত্রীদের মধ্যে বেশিরভাগ যাত্রী চাঁদপুরগামী।

চাঁদপুর যাওয়ার উদ্দেশে পরিবার নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসেন আবুল খায়ের।

তিনি বলেন, ঢাকা থেকে চাঁদপুরের লঞ্চও যে বন্ধ জানতাম না। মনে করেছিলাম শুধু নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে লঞ্চ চলাচল বন্ধ।

সদরঘাট টার্মিনাল বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সদরঘাট থেকে কোনো লঞ্চ ছাড়বে না।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button