প্রধান সংবাদ

জমে উঠেছে নাসিক নির্বাচনের প্রচার-প্রচারণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

জমে উঠেছে নারায়গঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের প্রচার-প্রচারণা। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

শুধু তারাই নয় নগরীর ২৭টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলররাও ব্যস্ত সময় পার করছেন গণসংযোগ করে।

বুধবার (৫ জানুয়ারি) সকালে শহরের ১৪ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া ও দেওভোগ এলাকায় গণসংযোগ করেন বিএনপির পদ হারানো প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। এ সময় গত ১৮ বছরে সিটি করপোরেশনের ব্যর্থতার কথা তুলে ধরে নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের কথা জানান তিনি।

এদিকে বেলা ১২টার দিকে শহরের ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর গণসংযোগ করার কথা রয়েছে। দুই প্রার্থীই নানা প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়ালেও ভোটাররা বলছেন, যারা যোগ্য, নগরীর উন্নয়নে কাজ করবেন এবং মানুষের পাশে থাকবেন, শুধু তাদেরই ভোট দেবেন তারা।

চিত্রদেশ//এফটি//

 

Related Articles

Back to top button