
ঢাকার দুই হলে মুক্তি পেল জয়া-প্রসেনজিতের ‘রবিবার’
বিনোদন ডেস্ক:
কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের সঙ্গে প্রথমবারের মত জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা জয়া আহসান। অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ সিনেমায় দেখা যাবে নতুন এই জুটিকে। সিনেমাটি কলকাতার বিভিন্ন সিনেমা হলে গত বছরের ২৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে।
নতুন বছরের শুরুতেই আমদানি ছবি হিসেবে বাংলাদেশেও এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু পায়নি। আমদানি-রপ্তানি নীতিমালাজনিত সমস্যার কারণে বছরের শুরুতে মুক্তি দেয়া সম্ভব হয়নি ছবিটি।
অবশেষে কোনো প্রকার প্রচার-প্রচারণা ছাড়াই আজ বাংলাদেশের মাত্র ২টি সিনেমা হলে মুক্তি পেয়েছে জয়ার ‘রবিবার’। সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট।
ছবিতে প্রসেনজিৎ অভিনয় করেছেন অসীমাভর চরিত্রে আর জয়াকে দেখা যাবে সায়নীর ভূমিকায়। রীতিবিরুদ্ধ একটি সম্পর্কের গল্পে নির্মিত ছবিটিতে আছে আবেগ ও থ্রিলারের মিশ্রন।
কোন এক রবিবার মুখোমুখি দেখা হয় দুই প্রাক্তনের মাঝে এসে দাঁড়ায় মান-অভিমানের কত স্মৃতি। এমনই গল্পে ছবিটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা অতনু ঘোষ।
চিত্রদেশ//এইচ//