অপরাধ ও আইনপ্রধান সংবাদ

ঢাকায় যুবককে গুলি করে মোবাইল-মোটরসাইকেল ছিনতাই

 

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলগাঁও নন্দিপাড়া এলাকায় এক যুবককে গুলি করে মোটরসাইকেল ও দুটি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে নন্দিপাড়া তিতাস রোডে এই ঘটনা ঘটে।

আহত যুবকরে নাম নাফিস আজিজ সিদ্দিক (৩৩)। তাকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

নাফিসের বাবা আবু বক্কর সিদ্দিক জানান, আমাদের বাসা খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকায়। নাফিস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। শনিবার বাসাবো এলাকায় নাফিসের এক সহকর্মীর বাবা মারা যান। রাতে সেখান গিয়েছিল নাফিস।

তিনি বলেন, সেখান থেকে বাসায় ফেরার সময় খিলগাঁও তিতাস রোডে ৩ ছিনতাইকারী নাফিসের মোটরসাইকেলের গতিরোধ করে উল্লেখ করে তিনি আরও জানান, ছিনতাইকারীরা নাফিসের মোটরসাইকেল নিয়ে নেয়। এরপর তার মোবাইল ফোন ছিনিয়ে নিতে গেলে বাধা দেয় নাফিস। তখন তার বাম পায়ের রানে গুলি করে তারা। পরে তার মোটরসাইকেল ও দুটি ফোন নিয়ে চলে যায়। পরে নাফিসের চিৎকারে নিরাপত্তাকর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করে ফরায়েজী হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে নাফিসকে আজ ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। তার বাম পায়ের রানে গুলিবিদ্ধ ছিল। রাতেই চিকিৎসকরা অস্ত্রোপচার করে গুলি বের করেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

Related Articles

Back to top button