প্রধান সংবাদ

ডিসেম্বরের মধ্যে দেশের মানুষ টিকার পরিপূর্ণ ডোজ পাবে’

স্টাফ রিপোর্টার:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আশা ব্যক্ত করেছেন চলতি বছরের শেষ নাগাদ বুস্টার ডোজসহ সবার টিকাদান সম্পন্ন হবে।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।মন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যে দেশের মানুষ বুস্টারসহ টিকার পরিপূর্ণ ডোজ পাবে।

তিনি বলেন, টিকাদান কার্যক্রম সফলভাবে চলছে। প্রথম ডোজ ১০ কোটি, দ্বিতীয় ডোজ প্রায় ৭ কোটি, শিক্ষার্থীদের দেড় কোটির মতো টিকা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, করোনার সব টিকাই কার্যকর। যে টিকা পাওয়া যাবে, সেটা নিতে হবে।’

মন্ত্রী বলেন, ‘হাসপাতালে রোগীর সংখ্যা এখন আড়াই হাজারের মতো। টিকা নেয়ার কারণে মৃত্যুর হার সেভাবে বাড়েনি।

টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের ৭০ শতাংশ লোককে টিকা দেয়া হয়েছে। টার্গেটেড পিপলের ৮২ শতাংশকে টিকা দেয়া হয়েছে।

চিত্রদেশ//এফ//

Related Articles

Back to top button