জাতীয় স্মৃতিসৌধে সাব-এডিটরস কাউন্সিলের শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।
সোমবার জাতীয় স্মৃতিসৌধে সংগঠনের সভাপতি জাকির হোসেন ইমনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ আবু কাউছার খোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত সবুজ, কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ মামুন।
আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আল মামুন, সাবেক কার্যনির্বাহী সদস্য শামসুল আলম সেতু, সদস্য মোশারফ হোসেন ও এম আবদুল কুদ্দুস প্রমুখ।
শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিজয় দিবস উপলক্ষে সংগঠনের সভাপতি জাকির হোসেন ইমনের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আবু কাউছার খোকনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তরা বলেন, ‘স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এ অর্জনের পেছনে রয়েছে শোষন-বঞ্চনা এবং রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছে দিতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। একই সঙ্গে জাতির মুক্তিকামী মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও আমাদের বিজয় ধরে রাখার জন্য সবাইকে সচেতন হতে হবে।’
চিত্রদেশ //এস//