বিনোদন

চা উৎপাদনে নতুন রেকর্ড

স্টাফ রিপোর্টার:
দেশের চা শিল্পের ইতিহাসে উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। ২০১৯ সালে উৎপাদিত হয়েছে ৯ কোটি ৬০ লাখ ৬৯ হাজার কেজি চা। গত বছরের চেয়ে উৎপাদন বেড়েছে ১ কোটি ৩৯ লাখ কেজি।

আগের বছরের তুলনায় উৎপাদন বেড়েছে ১৭ শতাংশ। বাংলাদেশ চা বোর্ডের (বিটিবি) পক্ষ থেকে সম্প্রতি এসব তথ্য জানানো হয়েছে। রেকর্ড চা উৎপাদনের পরও দেশের এ শিল্প চরম সংকটের মধ্যে রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আমদানি ও চোরাইপথে আসা ভারতের নিুমানের চা পাতা দেশীয় বাজারের জন্য চরম হুমকি তৈরি করেছে। পাশাপাশি চায়ের মূল্য একেবারে কমে যাওয়ায় এ খাতে সংকট কাটছে না।

বিটিবি সূত্র জানায়, ২০১৮ সালে উৎপাদিত চায়ের পরিমাণ ৮ কোটি ২১ লাখ ৩০ হাজার কেজি- যা ছিল দেশের চা উৎপাদন মৌসুমের (২০১৮) দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে ২০১৬ সালে আগের সব রেকর্ড ভেঙে ৮ কোটি ৫৫ লাখ কেজি চা পাতা উৎপাদন হয়েছিল।

সংশ্লিষ্টরা বলছেন, রেকর্ড উৎপাদনে নতুন আশার সঞ্চার হয়েছে। কিন্তু চায়ের উৎপাদন বৃদ্ধি আর ভারতীয় নিুমানের চা অবাধে দেশে প্রবেশ করায় চায়ের মূল্য গত বছরের চেয়ে অর্ধেকে নেমে আসে। ২০১৮ সালে চায়ের কেজি নিলামে গড়মূল্য ছিল ২৬০ টাকা।

 

চিত্রদেশ //এস//

Related Articles

Back to top button