বিনোদন

পদ্মা সেতু খুলবে ২০২২ সালে

স্টাফ রিপোর্টার:
দক্ষিণ জনপদের মানুষের স্বপ্নের পদ্মাসেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে ২০২২ সালের জুন মাসের মধ্যে। এমনটাই আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়ে বলেন, পদ্মা সেতু এখন বাস্তব। বেলা সাড়ে ১২টার দিকে মন্ত্রিপরিষদ সচিব এই ঘোষণা দেন।

মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্যের আধাঘণ্টা আগেই পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর ঠিকঠাক বসানো হয় সর্বশেষ স্প্যানটি। যার দিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুর পুরো মূল কাঠামো দৃশ্যমাণ হয়।

এতে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার সরাসরি সড়ক যোগাযোগের পথ উন্মুক্ত হয়। সর্বশেষ স্প্যান বসানোর কথা তুলে ধরে আনোয়ারুল বলেন, ‘নাও ইট ইজ ফিজিক্যালি কমপ্লিট।… আই থিঙ্ক, বাই জুন ২০২২, উই উইল ওপেন দ্য পদ্মা ব্রিজ।

নিজের মোবাইলে থাকা পদ্মা সেতুর পুরো কাঠামোর একটি ছবি অনুষ্ঠানস্থলের প্রোজেক্টরে দেখান মন্ত্রিপরিষদ সচিব। এসময় নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আমি আট বছর সেতু বিভাগের সচিব ছিলাম। ফলে আমি এখনও এর দেখাশোনা করে থাকি

চিত্রদেশ//এফ//এল//

 

Related Articles

Back to top button