ঘন সবুজের মিষ্টি ছায়ায়
ছিলাম জড়ায়ে কত না মায়ায়
বৃক্ষ আর বৃক্ষ ডালে
ছিলাম আমরা সকলে মিলে।
তরু লতাপাতা, ছায়াবীথি তলে
সুখে দুখে ছিলাম দলে দলে,
কোথায় সব গেল হারিয়ে
পাই না তো আর হাত বাড়িয়ে।
ছিল সুন্দর অভয়ারণ্য
মুক্ত – স্বাধীন আমরা বন্য
এখন সবই জ্বলছে অনলে
দুখের কান্না তপ্ত অনিলে ।
০৮.০১.২০২০
কবি -আঁখি খানম