অপরাধ ও আইনপ্রধান সংবাদ

কেরানীগঞ্জ থেকে সাবেক এমপি টিপু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জ থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় স্থানীয় লোকজন তাকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম সাংবাদিকদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার করা হয়।

গোলাম কিবরিয়া টিপুর জন্ম বরিশাল জেলার আগরপুর গ্রামে। তার বাবার নাম আলহাজ গোলাম। স্বাধীনতা পর থেকেই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ শুরু করেন গোলাম কিবরিয়া টিপু। তিনি রমনা থানা যুবলীগের সহ-সভাপতি; পরে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিও হয়েছিলেন। আশির দশকে তিনি জাতীয় পার্টিতে যুক্ত হন এবং জাতীয় পার্টির মনোনয়নে তিনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়।

গোলাম কিবরিয়া টিপু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নিবার্চনে বরিশাল-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একই আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জাতীয় পার্টি মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

Related Articles

Back to top button