আন্তর্জাতিক

কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ার ৩-এ ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আইকনিক পেট্রোনাস টাওয়ারের তৃতীয় ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভবনের আগুন ও ধোঁয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক হাসান আস’আরী ওমর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুত ঘটনাস্থলে ফায়ার ইঞ্জিন এবং দমকল কর্মীদের পাঠানো হয়েছে এবং বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, ভবনের ওপরের তলায় অবস্থিত একটি রেস্তোরাঁয় আগুন লেগেছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুন লাগার সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করা হয়েছে।

Related Articles

Back to top button