
মানুষের মনে পরিপক্কতা আসতে বেশ সময় লাগে। কথায় বলে যার যত অভিজ্ঞতা তার কাজ করার ক্ষমতাও বেশি। তার ভুলও কম হয়। এই তো বেশ ক’বছর আগে যে ভুল কাজগুলো বা একটু খারাপ কাজগুলো করেছেন তা মনে হলে অনেকেরেই নিজেকে খুব অপরাধী মনে হয়। মনে হয় কাজগুলো আর একটু ভেবে চিন্তে করলে কত ভাল হতো। তাই আমার মনে হয় এখনই সময় নতুন করে ভাবার । এখনই আমাদের খুব ভেবে চিন্তেই এগুতে হবে। যার যার মনের পরিপক্কতা নিজেরই তৈরি করা উচিত। পারিপার্শ্বিক অবস্থা তাকে অনেক সাহায্যে করতে পারে। কিন্তু যার যার সামনের সময় শুধু তারই । যার যার নিজস্ব চেতনা তার ভিতর থেকেই আসে। এই ভিতরটা পরিপক্ক করার সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। কারণ যার যার জীবন তার তার। নিজের জীবনের শক্ত হালটা নিজেকেই চালাতে হয়। কেউ তার দায়িত্ব নেবে না। জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য নিজেকে পরিপক্ক করা অত্যন্ত জরুরি।