
গল্প-কবিতা
কানিজ কাদীরের কবিতা ‘ফিরে দেখি’
হঠাৎ কখনো মনে হয়
ফিরে যাই আবার সেথায়,
যেথা ঘিরে থাকতো আমায়
মিষ্টি মধুর ঘোর।
হয়ে যাই আবার তেমনি,
রঙিন পোষাক, রঙিন মনে
ঘুরে বেড়াই মনের মতন-
মনটাকে ফুরফুরে করি প্রজাপতির মত।
আবারও সুরেলা কোন কলিতে,
মনটাকে করি উতলা।
আবার চলুক ঘরময় গুনগুনিয়ে গাওয়া,
আবারও ভাল লাগুক সকালের হাওয়া,
টবের গোলাপ, নীল আকাশ,
দূর থেকে ভেসে আসা মিষ্টি সুর।
এখনও সূর্য উঁকি দেয় ঝলমলিয়ে,
মিষ্টি চাঁদের আলাে আজো দোলায় মন।
এখনও রঙধনুর সাতরঙে রাঙে হিয়া,
হারিয়ে যায় মন কোন সবুজে। তাই-
চিরদিনের চেনা সব কিছু ভালোবেসে
ভালোলাগার জন্য তৈরি করি কিছু সময়।
ভাললাগাগুলো থেকে খুঁজে নেই-
সব ভালোলাগা।
