গল্প-কবিতা
কানিজ কাদীরের কবিতা ‘দেখা হয় না’
একটি একটি করে দিন যায়
তারপর মাস ও বছর।
দেখি দেখি করে
এভাবেই শুধু সময় চলে যায়।
দেখব দেখব করে দেখা হয় না-
সবুজ ঘাস, পাখির কলরব, নীল আকাশ,
সমুদ্র, ঝরনাধারা, জীবনের উচছ্বাস।
ভালোবাসব, ভালোবাসব করে
তার হয় না প্রকাশ হায়!
হৃদয়ের আকুলতা, কোমল স্পর্শ,
ক্লান্তিতে নিভে যায়।
শুনব শুনব বলে অপেক্ষায় থাকি
হয় না শোনা তায়।
দেখব দেখব করে বিশ্ব দেখা
কবে হবে তার দেখা।
কাজ আর কাজ এমনি করেই
আমাদের পিছু ছোটে।
অসময়ের দেখার সাধ কি আর,
তেমন করে মিটে।
বই: স্নিগ্ধ ভালোবাসা চাই