গল্প-কবিতাপ্রধান সংবাদ

কানিজ কাদীরের কবিতা ‘কি করে বদলায়’

মানুষ বদলে যায়,
মানুষ পালটে যায়,
মানুষ রূপ বদলায়,
এটাতো ভাবা যায় না!
তবু ভাবতে হয়-
এটাই তো সত্যি হয়।।
অবাক বিস্ময়ে তাকিয়ে
বলতে হয় এও কি সম্ভব!!
তুমি পারবে না-
কক্ষনো পারবে না,
ক্ষণে ক্ষণে বদলে যাওয়া
মানুষের সাথে,
তুমি কি করে পারবে?
কারণ তোমাকেও তো বদলাতে হয়।
কষ্ট পেয়ে কুচকে যেতে হয়,
চোখের পানিতে মন ভাঙ্গতে হয়।
বলতে হয়-
আহা! জীবন এমন কেন?
সেই মানুষ,এই মানুষ,
কি করে হয়?

Related Articles

Back to top button