গল্প-কবিতা

কানিজ কাদীরের কবিতা ”একাকী অহর্নিশি”

শুনশান এক নীরবতা
কেউ নেই ঘরে, কোথাও কেউ নেই
বেড রুমে নেই , ড্রইং রুমে নেই,
রান্নাঘরে নেই, বারান্দায় নেই।
আমি একাই এখন সারাবাড়ি-
ঘুরে বেড়াচ্ছি যেন এক ইচ্ছে পাখী,
এখানে আমিই রাজত্ব করছি।
এই রাজত্বের সম্রাজ্ঞী আমিই।
কিন্তু একি! মনের গহীনে একি সুর বাজে!
মিহি সুর, কি করুন সুর।
সে সুর আমি শুনতে পাচ্ছি,
আমি কান পেতে আরও শুনতে চাই।
আমি যেন এক সাজানো বনে,
খুব একাকি, পাচ্ছিনা খুঁজে রাস্তা।
আমার খুব কষ্ট হচ্ছে,
আমি এই একাকী নীরবতা থেকে বের হতে চাই।
জানি, একটু পর আমার ঘর ভরে যাবে,
এক এক করে সবাই ফিরবে ঘরে,
যার যার কাজ শেষে, ক্লান্ত-শ্রান্ত।
আমি ওদের দেখে নিজেকে-
আর একাকী ভাবতে চাইব না।
ওদের প্রয়োজনের খোরাক মিটানোর
নানা চেষ্টায় মত্ত হয়ে যাব আমি।
আমি শােনাতে চাইব ওদের যত কথা,
শুনতে চাইব ওদের শত খুনঁসুটি
ভাগাভাগি করতে চাইব আমার কথার মালা।।
কিন্তু না কিছুক্ষণের মধ্যে-
আবার পাল্টে যাবে দৃশ্যপট।
আবার এক শূণ্যতায় পেয়ে বসবে আমায়।
আমার অন্তরের ভেতর করছে যে, খেলা
না কেউ জানবে না , জানতে চাইবেও না!
এক অসীম নীরবতা অহর্নিশি করছে
আমায় গ্রাস।।

লেখক: কানিজ কাদীর

Related Articles

Back to top button