গল্প-কবিতা
কানিজ কাদীরের কবিতা ‘আচ্ছন্ন চারপাশ’
কোন এক বিষবাষ্প-
ছেয়ে ফেলেছে চারপাশ।
নিঃশ্বাসে কষ্টের ঘনঘটা,
অজানা সংকটে শুধুই দীর্ঘশ্বাস।।
কিভাবে পরিত্রাণ হবে!
এ অতি আধুনিকতার সারাশী আক্রমণ।।
চারিদিকে পড়েছে কালোছোপ
অক্সিজেনের অভাবে সব নীল-
নিদারুণ ভয়ংকর কি যে কষ্ট।।
ক্রুদ্ধ এলিয়েনের বিষাক্ত ছোবল শেষে,
পরিপূর্ণ পৃথিবীর সুবাস কেমন হবে?
চেষ্টা করতেই হবে অবিরাম,
দুষ্ট ব্যাধি সারাতেই হবে।
সুস্থতায় বাঁচাতে হবে আমাদের আগামী।।