আন্তর্জাতিকপ্রধান সংবাদ

কাজাখস্তানে ১০০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক:
কাজাখস্তানে ১০০ যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কি কারণে এই ভয়াবহ বিমান দুর্ঘটনা তা তাৎক্ষনিক জানা যায়নি।


শুক্রবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

আলমাটি বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আরোহীদের মধ্যে কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

প্লেনটি দেশের সবচেয়ে বড় শহর আলমাটি থেকে রাজধানী নুরসুলতান যাচ্ছিল। এতে ৯৫ যাত্রী ও পাইলটসহ পাঁচ ক্রু ছিলেন।

আলমাটি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্লেনটি উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল ৭টা ২২ মিনিটে দোতলা একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে তৎপরতা শুরু করেছেন উদ্ধারকর্মীরা। সেসময় এক নারীকে চিৎকার করে অ্যাম্বুলেন্স ডাকতে শোনা যায়।

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button