অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ

করোনা সঙ্কটের মধ্যে হাওরের ৬২ শতাংশ ধান কাটা শেষ

স্টাফ রিপোর্টার:
মহামারী করোনাভাইরাস সঙ্কটের মধ্যে দেশের হাওরাঞ্চলের ৬২ শতাংশ ধান কেটে কৃষকরা ইতিমধ্যে ঘরে তুলেছেন বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যে হাওরের প্রায় ৬২ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে। পাকা অবস্থায় (কাটা বাকি) রয়েছে ১৪ শতাংশ এবং এখনো ২৪ শতাংশ বোরো ধান পাকেনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষক ও শ্রমিকদের উৎসাহ দিতে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বুধবার সুনামগঞ্জ সদরের দক্ষিণ সুনামগঞ্জ এবং তাহিরপুর উপজেলায় হাওরে কৃষকের বোরো ধান কাটা পরিদর্শনে যাবেন।

কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, দেশের সাত জেলায় শুধু হাওরে ৪ লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এগুলো হল- কিশোরগঞ্জ, নেত্রকোণা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া। এসব জেলায় গত ২৭ এপ্রিল পর্যন্ত ২.৭৪ লাখ হেক্টর জমির ধান কাটা হয়েছে। যা হাওর অঞ্চলের মোট আবাদের ৬২ শতাংশ।

এরমধ্যে বোরো ধান কাটা শেষ হয়েছে সিলেটে ৬৫ শতাংশ, মৌলভীবাজারে ৭২ শতাংশ, হবিগঞ্জে ৫৫ শতাংশ, সুনামগঞ্জে ৬৫ শতাংশ, নেত্রকোণায় ৭৪ শতাংশ, ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ শতাংশ এবং কিশোরগঞ্জে ৪৭ শতাংশ।

 

চিত্রদেশ//এস/

 

Related Articles

Back to top button