প্রধান সংবাদ

করোনা থেকে পুরোপুরি সেরে উঠলেন ১০৩ বছর বয়সী বৃদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১০৩ বছর বয়সী এক ইরানি নারী।

এমন এক সময় তার এই সুস্থ হওয়ার খবর এসেছে, যখন বয়স্ক লোকজনের জন্য এই ভাইরাস বেশি ঝুঁকিপূর্ণ বলে বেশি প্রমাণিত হয়েছে।

এক সপ্তাহ আগে কেন্দ্রীয় শহর সেমনানে ওই অজ্ঞাত নারী প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

মঙ্গলবার সেমনান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসের প্রধান নাভিদ দানইয়া বলেন, পুরোপুরি সুস্থ হওয়ার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

ইরানে করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়া দ্বিতীয় বয়স্ক নারী হচ্ছেন তিনি। বার্তা সংস্থা ইরনা জানায়, এর আগে কেরমান থেকে এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠেন।

তিন দিনের অসুস্থতার পর গত সোমবার তিনি সেরে ওঠে বাসায় ফিরে যান। যদিও ওই নারীর আগে থেকেই উচ্চ রক্তচাপ ও অ্যাজমা ছিল।

কিন্তু কীভাবে তাদের চিকিৎসা দেয়া হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে গত ১৯ ফেব্রুয়ারি থেকে ইরানের ৩১টি প্রদেশে এক হাজার লোক মারা গেছেন।

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button