গল্প-কবিতাপ্রধান সংবাদ

‘আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস এওয়ার্ড’ পেলেন কবি মেহেবুব হক

নিজস্ব প্রতিবেদক:

‘আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস এওয়ার্ড’ পেলেন কবি মেহেবুব হক।

সুফিবাদের অঙ্গনে লেখালেখির মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড , সম্মাননা সনদ ও ফেলোশীপ প্রদানের মাধ্যমে মূল্যায়ন ও পুরস্কৃত করা হয় মানবতার কবি মো: মেহেবুব হককে।

২ ডিসেম্বর শনিবার ঢাবির আর সি মজুমদার মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিএএলডিআরসি ভাষাতত্ত্ব ইউনিট আয়োজিত উক্ত অনুষ্ঠানে কবি মেহেবুব হককে এই এওয়ার্ড প্রদান করা হয়।

কবির হাতে উক্ত পুরুষ্কার তুলে দেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনয় শিল্পী ডলি জহুর।

kobi mehebub haq

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগন্জ সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আবু নাঈম শেখ, বিশেষ অতিথি এবং কী নোট স্পিকার হিসেবে ছিলেন, আইসিএএলডিআরসির উপদেষ্টা ফুল ব্রাইট স্কলার, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড.নসর ইউ আহমেদ, বিশেষ অতিথি ছিলেন, জাতীয় চলচ্চিত্র পুরুষ্কার প্রাপ্ত অভিনয় শিল্পী ডলি জহুর,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.একেএম শাহনেওয়াজ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, আইসিএএলডিআরসির চেয়ারম্যন ও মহাসচিব অধ্যাপক লুৎফর রহমান জয়, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও আইসিএএলডিআরসির সভাপতি প্রফেসর ড. আসাদুজ্জামান ।

উল্লেখ্য, কিছুদিন আগে খ্যাতিমান কবি ও সংগঠক মো. মেহেবুব হক ‘ফ্রেন্ডস অব হিউম্যানিটি আ্যওয়ার্ড-২০২৩’ এর ‘সাহিত্য ও সংগঠন’ বিভাগে এবছর আজীবন সম্মাননা পেয়েছেন । এছাড়াও ৮ম ‘ফ্রেন্ডস অব হিউম্যানিটি আ্যওয়ার্ড-২০২৩’ এর ‘বর্ষসেরা কবি-২০২২’ বিভাগে এ বছর পুরস্কার পেয়েছে।

মো. মেহেবুব হক ছোটবেলা থেকেই সাহিত্যনুরাগী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি লেখালেখি করতেন। তবে কর্মজীবনে প্রবেশের পরই তার সাহিত্য প্রতিভার বিকাশ হতে থাকে এবং ২০১৯ সাল হতে তার প্রকাশনা শুরু হয়। তিনি প্রেম, বিরহ, দ্রোহ, সুফিজমসহ বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে ব্যস্ত সময় পার করেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১০ টি।

তার প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ : ১) ভালোবাসার নীলপদ্ম (২০১৯)
২) নিরন্তর তুমি (২০১৯)
৩) মানবতার দর্পণ (২০১৯)
৪) নীল প্রজাপতি (২০২০)
৫) নাতে রাসূল (সা.) (২০২১)
৬) মহামানব (২০২২)
৭) ঐশী ছোঁয়া (২০২৩)
৮) পবিত্রতার স্নিগ্ধ সাগরে (২০২২)
৯) মুগ্ধতার অন্তহীন দিগন্তে (২০২২)
১০) ভালোবাসার অচিন পাখি (২০২৩)

//এস//

Related Articles

Back to top button