করোনায় ইতালিতে আরও ৬০২ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) ইতালিতে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও ৬০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭৭ জনে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৯০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ৯২৭ জন।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিতে ৬০২ জন মারা যাওয়ার আগের গত চারদিনে মৃতের সংখ্যা ছিল ৬৫১, ৭৯৩,৬২৭ ও ৪৩৩ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় একদিনে মৃতের সংখ্যা ও মোট মৃতের সংখ্যায় ইতালি সবার ওপরে।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। এ পর্যন্ত বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৫৪ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ৫২৯ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২ হাজার ৪২৯ জন।
চিত্রদেশ//এল//