
চিত্রদেশ
করোনায় আক্রান্ত ‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী তামান্না
বিনোদন ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। তাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কয়েক দিন আগে একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য হায়দারাবাদ গিয়েছিলেন তামান্না। সেখানেই তার করোনার উপসর্গ দেখা দেয়ায় তিনি পরীক্ষা করান। এরপরই রিপোর্ট পজিটিভ আসে।
এক মাস আগে তামান্নার বাবা ও মা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তারা বর্তমানে সুস্থ।
হাসপাতাল সূত্রের খবর, তামান্নার অবস্থা আপাতত স্থিতিশীল। প্রয়োজনীয় চিকিৎসা চলছে।
দক্ষিণী সিনেমা দিয়ে অভিনয় শুরু করলেও বলিউডেও জায়গা করে নিয়েছেন তামান্না। অভিনয় করেছেন ১০০ কোটির ঘরের ছবি ‘বাহুবলী’তেও। করোনার কারণে তার বেশ কয়েকটি ছবির মুক্তি পিছিয়ে গেছে।
চিত্রদেশ//এল/