গল্প-কবিতা
কবি সেলিমুজ্জামানের কবিতা ‘সকাল ১১ টায়’
এগারটা বাজলে হাতে মোবাইল নেই আঙ্গুলে কনটাকট পিষ্ঠ
ইচ্ছে করে মা’কে ফোন করি, মাঝে মাঝে করেও ফেলি
কেমন আছ মা, কি খেলে , গলা ভারী কেন আজ
দেখো তো কি বৃষ্টি হচ্ছে, ছোট মেয়েটার জ্বর
মা শুক্রবারে আসবো নিশ্চয় , হালুয়া করে রেখো
পাগল আমি একটা , মা ঘুমিয়ে ৫০ কিলো দূরে
খাট পালং নয়, বিছানা নয় , বাঁশের বেড়া দেয়া
মা’র দেহ অস্থি মজ্জা মাটিতে মিশতে শুরু করেছে
চুড়ির ঝন ঝন আওয়াজ বাজে, চাবীর শব্দ শুনি
একটু গন্ধ ভেসে আসে , গুন গুন করে গান করে মা
বাবা সাবধানে থেকো, খুব অসুখ বিসুখ চারিদিক
সকাল ১১ টায় আমি পাল বিহীন নৌকায়; একা ।।