
তবুও বাঁচতে হয়
বেঁচে থাকার চেষ্টা করতে হয়
নীরবে নিভৃতে বিধাতার নিকট
চোখের দুফোঁটা পানি ফেলতে হয় ।
তাইতো জীবনের ব্যাকরণ ভুলে
মাঝে মাঝে ভাবনাহীন প্রফুল্লমনে
অক্লান্ত পরিশ্রমের জীবন সংগ্রামে
তবুও মানুষ বাঁচে ।
কুটিল চক্রান্তের অন্তহীন গহীনে
মান অভিমানের উদাত্ত আহ্বানে
আশা ভরসার নিবু নিবু প্রজ্জলনে
তবুও মানুষ বাঁচে ।
অবহেলার অর্বাচীন ভুবনে
প্রিয়জনের নিলিপ্ত আয়োজনে
কর্তব্য ও কর্মের সুশৃংঙ্খল বন্ধনে
তবুও মানুষ বাঁচে ।
বিপুলা পৃথিবীর পথ প্রান্তরে
ভাগ্যের শিকলে জন্ম জন্মান্তরে
এক মুঠো সুখের সোনা রোদ্দুরে
তবুও মানুষ বাঁচে ।
পরম করুণাময়ের রহমতের বর্ষণে
ধুলার ধরণীতে অনন্ত যৌবনে
প্রশান্তির ঝর্নায় একাকী নির্জনে
তবুও মানুষ বাঁচে ।