
আমার মাটির উপর এক বাড়ি
মাটির নিচে আর এক বাড়ি।
আইতে যাইতে দুই বাড়িতে
চড়তে হয় যে দুই গাড়িতে।
এক বাড়িতে যাইরে আমি জীবনগাড়িতে
সুখে থাকি দুঃখেই থাকি চাই না ছাড়িতে।
কে যেন এসে কয় এ জীবন সংশয়
হিসাব নাই তরি,
এক বাড়িতে যাইরে আমি মরণ গাড়িতে
চেনা জানা মানুষগুলোর আহাজারিতে।
কে যেন এসে কয়
এ জীবন ছাড়তে হয়।
দলিল নাই তরি,
এক পলকে দিতে হয় যে পাড়ি।
(সংগৃহিত)