
বিচ্ছেদের আগুনে জ্বলে পুড়ে মরে
কষ্টের করুণ প্রহরে নিদারুণ ধৈর্য্য ধরে
আমি ভেসে চলেছি নিস্তব্ধ, নির্ল্লজ্জ ও স্বার্থপর ধরণীর বুকে।
অভিঘাতের অনুযন্ত্রনায় বিদীর্ণ মনকাবা
আশার বৈতরণীতে নিরাশার পুন: পুন: ঢেউ
মনের কষ্ট জিঘাংসার বারিসম্পাত হয়ে আছড়ে পড়ে পড়ন্ত বিকেলে।
তবুও হতাশার ঘোর তমানিশা কাটিয়ে
দৃঢ়সংকল্পচিত্তে মনের মাঝে সাহস ও শৌর্যের দ্বিপশিখা জ্বেলে
আমি নিমিষেই রুখে দিই
অন্যায় ও নৈরাজ্যের ভয়াল থাবা ।
বিদূরিত করি অপশক্তির কালো ছায়া
প্রজ্বলিত করি চারিদিকে মহাসত্যের রৌশনি
যে রৌশনির আলোয় পথ চলে
জীবন যুদ্ধের বহু ইতিহাস সহজেই ভুলে
আমি হাসিমুখে সফর করি
চলমান সভ্যতার বুকে,
মহাকালের ডাকে একটু একটু করে
এগিয়ে চলি অন্তিম জীবন সায়াহ্নে
জীবনের অপরাহ্নে।