গল্প-কবিতাপ্রধান সংবাদ

কবিতা ‘অনবদ্য প্রান্তিক জীবনের দ্বারপ্রান্তে’

মো: মেহেবুব হক

মানবিক প্রশান্তির করুণ চাহনিতে নিয়তির নিষ্ঠুর আচরণ
ছারখার করে ফেলে অন্তরাত্মার লালগালিচা
ধু ধু মরুময় করে তোলে জীবনের প্রাঙ্গন ।
তবুও থেমে নেই অনন্তকালের পথচলা
সভ্যতার মায়াকাননে
মানুষের যত ছলাকলা
ভাবনার গভীরে
হাহাকার ও শুন্যতার নিরন্তর আনাগোনা ।
সেই নিঃশেষিত হৃদয়ের ক্রন্দন শুনে
চৌমহনির ঘাটে পাপ গুনে গুনে
আমি এগিয়ে চলেছি অনবদ্য প্রান্তিক জীবনের দ্বারপ্রান্তে ।

Related Articles

Back to top button