………………………………………………. রবি ঠাকুর’কে আমি পছন্দ করি না যতটা করি নজরুল। জমিদারের ঘরে জন্ম হয় নি তার এইটাই হয়তো ছিলো তার মস্ত বড় ভুল! রবি ঠাকুর অন্য ধর্মের, এটা আমার বিবেচ্য বিষয় নয়, যদিও এই দেশের অনেক মানুষ সেই দোষটাই বড় করে দেখে সেটাই বড় করে কয়! কষ্ট আর সংগ্রাম কি জিনিস, ভালো করেই তা জানে নজরুল, আরাম আয়েশে মানুষ ঠাকুর, হারায় নি কখনও কোন কুল! প্রতিবাদ আর সংগ্রাম করে কেটেছে জীবনের অনেক সময়, তখন তো দামী সোফায় বসে রবি ঠাকুর ঝিমায়! ইংরেজদের পছন্দের তালিকায় জমিদার ছিলো সর্বাজ্ঞে, গরীব ঘরের মানুষ নজরুল, কষ্টটাই জুটেছিলো তাই তার ভাগ্যে! গরীব ঘরে জন্ম নিলে নোবেল কি সে পেতো? ক্ষুধার্ত পেটে তখন কি আর কবিতা বের হতো? কষ্টের মাঝে যে বলিয়ান, সেই তো প্রকৃত বীর, তারপরেও ঠাকুর পায় পুরস্কার, নজরুলের বুকে বিদ্ধ হয় তীর।