প্রধান সংবাদ

এবার সৌ‌দিতে করোনা রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণাল‌য়ের এক বিবৃ‌তি‌তে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

টুইটার বার্তায় বলা হয়, আক্রান্ত ব্যক্তি সৌদি আরবেরই নাগরিক। ওই ব্যক্তি সম্প্র‌তি ইরান থেকে বাহরাইন হয়ে সৌদি আরবে ফি‌রে‌ছেন। সৌদি আরবে ঢোকার সময় তিনি ইরান সফরের কথা গোপন করেন। তাকে কোয়ারেনটাইনে নেওয়া হয়েছে।

করোনাভাইরাস মোকাবিলায় ২৫টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালগুলোতে কোয়ারেনটাইনের জন্য দুই হাজার ২০০ শয্যা প্রস্তুত রয়েছে।

এর আগে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সর্বপ্রথম করোনা সংক্রমিত ব্যক্তির খোঁজ পাওয়ায় সংযুক্ত আরব আমিরাতে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে কুয়েতে। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৫ জন।

এদিকে সোমবার কাতারে করোনাভাইরাসে নতুন চারজন আক্রান্তের খবর জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা (কিউএনএ)। স্বাস্থ্য মন্ত্রকের বরাত দিয়ে কিউএনএ জানিয়েছে, দু’জন কাতারের নাগরিক এবং দু’জন গৃহকর্মী ইরানে তাদের এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল।

চিত্রদেশ //এফ//

Related Articles

Back to top button