প্রধান সংবাদসারাদেশ

এবার রোহিঙ্গা ক্যাম্পেও ছড়িয়ে পড়ছে করোনা !

কক্সবাজার প্রতিনিধি:

দেশে প্রথমবারের মতো কোনো রোহিঙ্গা শরণার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুজনই কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়ক ডা. তোয়াহা ভুঁইয়া।

তিনি বলেন, ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং ওই পরীক্ষায় দু’জন করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এসময় আক্রান্ত দুজনের সংস্পর্শে আস প্রায় এক হাজার ৯০০ জনকে আলাদা করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আক্রান্ত দুজনের একজনকে আন্তর্জাতিক সংস্থা মেডিসিন উইদাউট বর্ডারস এবং অন্যকে আন্তর্জাতিক শরণার্থী সংস্থার তত্ত্বাবধানে আইসোলেশনে রাখা হয়েছে। সূত্র: বিবিসি

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button