প্রধান সংবাদরাজনীতি

নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন তাবিথ

স্টাফ রিপোর্টার:
ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর গুলশান ১ নম্বরে ১৩৪ নম্বর রোডের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে ইশতেহার ঘোষণা করেন তিনি।

তা‌বিথ আউয়াল ব‌লেন, ‘নগর প্রশাসন ক‌রে নাগ‌রিক সেবা ওয়ার্ড পর্যা‌য়ে বি‌কেন্দ্রীকরণ করা হ‌বে। নগর সরকার ক‌রে মানু‌ষের নিরাপত্তা নি‌শ্চিত করা হ‌বে।’

‌তি‌নি ব‌লেন, ‘ঢাকা সি‌টি‌তে মশার উপদ্রপ এক‌টি অন্যতম সমস্যা। বর্তমান সরকার ও মেয়রেরা মশা নিধ‌নে ব্যর্থ হ‌য়ে‌ছে। আমর নির্বা‌চিত হ‌লে বছরব্যাপী মশা নিধ‌নে কার্যত্রম গ্রহণ কর‌বো। যানজট নিরস‌নে কাজ কর‌বো। বায়ুদূষন রো‌ধে কার্যকর উদ্যোগ নেবো।’

নির্বাচনী ইশতেহারে তা‌বিথ আরো বলেন, ‘বাসা ভাড়া নির্ধারন, আবাসনের ব্যবস্থা, ব্যাচেলর স্টুডেন্টড হাউজিং, চাকুরিজীবি নারীদের আবাসনের জন্য সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

‌বি‌রোধী দ‌লে থে‌কে ইশতেহার বাস্তবায়ন ক‌রেত পারবেন কি না সাংবা‌দিক‌দের এমন প্র‌শ্নের জবা‌বে তিনি ব‌লেন, ‘জনগণ পা‌শে থাক‌লে আমার দেওয়া ইশ‌তেহার বাস্তবায়ন কর‌তে পার‌বো।’

ইশ‌তেহার ঘোষণার সময় উপ‌স্থিত ছি‌লেন, বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী ক‌মি‌টির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সে‌লিমা রহমান, জেএস‌ডির সভাপ‌তি আ স ম আব্দুর রব, বিএন‌পির ভাইস চেয়ারম্যান আলতাফ হো‌সেন চৌধুরী, রুহুল আলম চৌধুরী, শামসুজ্জামান দুদু, মো.শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা জয়নাল আ‌বে‌দিন ফারুক প্রমুখ।

চিত্রদেশ //এস//

Related Articles

Back to top button