প্রধান সংবাদ

এবার মেয়র পদ থেকেও সাময়িক বরখাস্ত জাহাঙ্গীর

স্টাফ রিপোর্টার:
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে গাজীপুর সিটির জন্য তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

জানা যায়, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে মেয়র জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এ ব্যাপারে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনেক অভিযোগ মন্ত্রণালয়ে জমা হয়েছে। তাকে গাজীপুরের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগগুলো প্রমাণিত হলে তাকে মেয়র পদ থেকে অপসারণ করা হবে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপন আজকের মধ্যেই জারি হবে বলেও জানান মন্ত্রী। খুব শিগগিরই একজনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় গত ১৯ নভেম্বর আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button